AFP Open School

AFP Open School


“দেশের দারিদ্র বিমোচন ও নিরক্ষরতা দূর করতে অবদান রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি আসুন আমরাও এগিয়ে আসি।” — AFP সংগঠন

এই স্লোগানকে সামনে রেখে AFP সংগঠনটি প্রতিষ্ঠতার পর থেকেই তা বাস্তবায়নের জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। আর এর ধারাবাহিকতায় শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিতে ও দেশ থেকে নিরক্ষরতা দূর করতে অবদান রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছে। আমরা এরি মধ্যে সুবিধা বঞ্চিত শিশুদের কথা মাথায় রেখে সর্বপরি শিক্ষার আলো পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে সফলভাবে AFP উন্মুক্ত বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করে আসছে। এর মধ্যে আমাদের কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলঃ

® আদর্শগ্রাম উন্মুক্ত বিদ্যালয়।
® সিদ্দিগঞ্জ উন্মুক্ত বিদ্যালয়।
® জাফরপুর উন্মুক্ত বিদ্যালয়।

বিঃদ্রঃ আমরা সবার উদ্দেশ্যে বলব এইসব সামাজিক দায়বদ্ধতা ও কার্যাবলী শুধু কারো একা নয় বরঞ্চ সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে এবং অভিশপ্ত দারিদ্রতার গ্রাস এবং অপসংস্কৃতি থেকে রক্ষা করতে সকলকেই এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তেরী করতে পারব একটি সুন্দর ও সুখীময় সমাজ, যেখানে থাকবেনা কোন নিরক্ষরতা, থাকবেনা কোন অভাব।